নিজস্ব প্রতিবেদক:
সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) এক প্রজ্ঞাপণে আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় স্কীমগুলোর নতুন মুনাফার হার ঘোষণা করেছে।
নতুন সুদহার বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে। এর ফলে ৬ মাসের ব্যবধানে আবারও সঞ্চয় স্কীমের সুদহার কমলো।
পরিবার সঞ্চয়পত্রে এতদিন ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১.৯৩%, এখন তা কমিয়ে করা হয়েছে ১০.৫৪%। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১.৮০%, সেটা কমিয়ে ১০.৪১% করা হয়েছে।
সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের মাধ্যমে সাধারণ মানুষ তাদের জমানো অর্থ বিনিয়োগ করে পরিবারের নিয়মিত খরচ পরিচালনা করে থাকে। গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে দেশে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বশেষ গত নভেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি ছিলো ৮.২৯%। ডিসেম্বরেও বাজারে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ফলে যারা সঞ্চয়পত্রের মুনাফা থেকে পারিবারিক খরচ মেটান, সরকারের এই সিদ্ধান্ত তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১.৯৮%, এখন তা করা হয়েছে ১০.৫৯%। ৭.৫০ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১.৮০%, এখন থেকে তা কমিয়ে ১০.৪১% করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচবছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পুর্তিতে ১০.৪৪% মুনাফা নির্ধারণ করা হয়েছে। আর এই সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৭.৫০ লাখ টাকার বেশি হবে তারা মেয়াদপুর্তিতে মুনাফা পাবেন ১০.৪১%।
এছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৭.৫০ লাখ টাকা বা তার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১.৮২%, এখন তা কমিয়ে ১০.৪৮% করা হয়েছে।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১.৭৭%, এখন তা কমিয়ে ১০.৪৩% করা হয়েছে। তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেষ্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।
পুরনো সঞ্চয়পত্রের ক্ষেত্রে যা প্রযোজ্য ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন মেয়াদ পর্যন্ত তখনকার নির্ধারিত মুনাফার হারই কার্যকর থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখে কার্যকর মুনাফার হার প্রযোজ্য হবে। ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।
এমআই