এস এম জহিরুল ইসলাম, গাজীপুর:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার এক নিরবচ্ছিন্ন সংগ্রামের প্রতিচ্ছবি—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় সরকার বাড়িতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন,
“বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অবিরাম সংগ্রামের ইতিহাস। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি।”
তিনি আরও বলেন,“স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান,আহবায়ক সদস্য নঈম উদ্দিন ফকির, এস এম জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য আজিজুল হক রাজন, আহম্মদ আলী মাষ্টার, পৌর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জাহাঙ্গীর মন্ডল,সদস্য আবুল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ,সদস্য শহীদ সরকার, ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ফারুক সরকার, বিএনপি নেতা শাহজাহান সরকার।
বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কফিল উদ্দিন। মোনাজাত শেষে কয়েক শতাধিক অতিথির মাঝে তবারক ও খাবার বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এমআই