রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা হয় এবং নির্ধারিত নিয়ম অনুসারে তারা পরীক্ষায় অংশ নেন।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আসনবিন্যাস অনুযায়ী পরীক্ষার্থীরা কেন্দ্রে অংশ নেন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করে।
এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩,৭০১টি আসনের বিপরীতে আবেদন করেন ৮৮,২২৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কেন্দ্রের বাইরে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
অনুষ্ঠিত হওয়া আজকের কৃষি গুচ্ছের ফলাফল আগামী ৭ জানুয়ারি প্রকাশ হবে।
উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
একে