সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ–মালদ্বীপ মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা

রোববার, জানুয়ারী ৪, ২০২৬
বাংলাদেশ–মালদ্বীপ মালদিভিয়ান এয়ারলাইন্সের ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা

আবদুল্লাহ কাদের মালদ্বীপ, প্রতিনিধি:

মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান–এর মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড (IASL)–এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম–এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার ( ৪ জানুয়ারি)  সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিমান যোগাযোগ, বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ (people-to-people contact) আরও সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন যে, মালদিভিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ–মালদ্বীপ রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। তিনি জানান, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, যাত্রী পরিবহন, কার্গো কার্যক্রম, পর্যটন উন্নয়ন এবং মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠায় মালদিভিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।

দূতাবাস  এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক ও IASL কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ফ্লাইট পুনরায় চালুর ফলে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে আগত যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক ভাড়ার সুযোগ সৃষ্টি হবে, যা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য অধিক স্বস্তিদায়ক হবে।

বৈঠকে জানানো হয় যে, ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যা সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকায় ভোরবেলায় অবতরণ করবে, ফলে যাত্রীদের জন্য অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ নেওয়া আরও সহজ হবে।

রামাদান ও পবিত্র ঈদুল ফিতরের ছুটির পরপরই এ ফ্লাইট চালু হওয়ায় মালদ্বীপের নাগরিকদের বিদেশ ভ্রমণ এবং বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে।

IASL আরও জানায় যে, এ রুটে রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে, এবং যাত্রীরা ৩০ কেজি চেকড ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে খাবার পাবেন। ইতোমধ্যে এ ফ্লাইটগুলোর জন্য টিকিট বুকিং চালু হয়েছে।

বাংলাদেশ  হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উল্লেখ করেন যে, ঢাকা মালদ্বীপের নাগরিকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে ব্যবসা, স্বল্পমেয়াদি সফর, চিকিৎসা ও আঞ্চলিক ট্রানজিটের জন্য। ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে মালদিভিয়ান এয়ারলাইন্স “Dhaka, We Heard You” শীর্ষক একটি বিশেষ সঙ্গীত উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে।

IASL কর্তৃপক্ষ জানান, এই আয়োজনটি বিশেষভাবে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের জন্য পরিকল্পিত, যা দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক বন্ধন ও মানুষের মধ্যে সম্পর্কের প্রতীক।

বর্তমানে মালদিভিয়ান এয়ারলাইন্সের বহরে মোট ২৬টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে একটি ওয়াইড-বডি এয়ারবাস A330, একটি এয়ারবাস A320, পাঁচটি ATR, আটটি ড্যাশ-৮ এবং এগারোটি ড্যাশ-৬ টুইন অটার বিমান।

বৈঠকের শেষে উভয় পক্ষ বিমান যোগাযোগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং পর্যটন ও জনগণের যাতায়াত সহজীকরণে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সমাপ্ত হয় এবং এ উপলক্ষে মান্যবর হাইকমিশনার ও ব্যবস্থাপনা পরিচালক একে অপরকে উপহার বিনিময় করেন।


এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল