রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল মদ জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত এক শিক্ষার্থীকে আটক করা হয়।
রবিবার (০৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও হল সংসদের সদস্যরা অভিযান চালিয়ে ৭২৩ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেন।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।
অভিযান শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, “আজ রাত ৯টার দিকে একটি গোপন সূত্রের ভিত্তিতে আমরা হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা ৭২৩ নম্বর কক্ষে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি।
অভিযানে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল মদ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, “এই কক্ষে যাদের অ্যালটমেন্ট রয়েছে, তারা কেউ এখানে থাকেন না। আমরা জানতে পেরেছি, বিভিন্ন সময় অনেকেই এই কক্ষে এসে মাদক সেবন করে। অভিযুক্ত ছাত্র ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন (এমএইচ) হলে অ্যালটেড হলেও এই রুমে বসবাস করে। আজ সে কক্ষে আসার পর অভিযান চালিয়ে তার লকার থেকে ৯ বোতল ভদকা উদ্ধার করা হয়। পরে কক্ষ তল্লাশি করে খাটের নিচ থেকে আরও ৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি পাওয়া যায়।”
তিনি জানান ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআই