নিজস্ব প্রতিবেদক:
সকালে নির্বাচন ভবনে স্থাপিত আপিল আবেদন জমার বুথ পরিদর্শন করেন সিইসি নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত আপিল আবেদন জমার বুথ পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা আজ কমিশনে আপিল আবেদন শুরু করেছেন। সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থী বা তাদের প্রতিনিধিরা।
ইসির তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
এমআই