রামিন কাউছার, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক উদ্ধারের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মী হিসেবে জড়িয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা।
রোববার (৪ জানুয়ারি) রাতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে মো. ফজলে আজওয়াদ নামের এক শিক্ষার্থীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়। আটকের পরপরই কয়েকটি গণমাধ্যমে তাকে ছাত্রদল কর্মী হিসেবে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আটককৃত শিক্ষার্থী ছাত্রদলের কোনো কর্মী বা পদধারী নন এবং সংগঠনের সঙ্গে তার ন্যূনতম কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
ছাত্রদল জাবি শাখা আরও জানায়, সংশ্লিষ্ট শিক্ষার্থী কখনোই ছাত্রদলের কোনো পদে ছিলেন না কিংবা কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন না। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার পরিচয়।
বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ছাত্রদল হল পর্যায়ে উন্মুক্ত প্যানেল গঠন করেছিল, যেখানে অরাজনৈতিক শিক্ষার্থীরাও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
ছাত্ররাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক ও গণমুখী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো শিক্ষার্থী নির্বাচনে অংশ নিলেই তাকে ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিত করার সুযোগ নেই।
এছাড়া, মাদক উদ্ধারের ঘটনায় রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল জাবি শাখা। একই সঙ্গে সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
এমআই