তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়র(ইবি) প্রশাসন।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন হয়। এসময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী খান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শাখা সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, শাখা গ্রীণ ফোরামের সেক্রেটারি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহাম্মেদ, শিবির সেক্রেটারি ইউসুব আলী, শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, দেশ, দেশের মাটি এবং মানুষের জন্য ম্যাডাম জিয়ার যে দীর্ঘদিনের সংগ্রাম এবং আত্মত্যাগ এটা আমাদের সবার কাছে জ্ঞাত। তাকে যে সব মানুষ ভালোবাসে এবং তিনি যে ঐক্য, ভালোবাসা ও নেতৃত্বের প্রতীক এর প্রমাণ আমরা উনার তিরোধানের পর পেয়েছি। তার কাছ থেকে আমরা সত্য ও গণতন্ত্রের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকা, মানুষের কল্যাণে কাজ করা শিখতে পারি। তার নেতৃত্ব আমাদের জন্য আদর্শ। তার দৃঢ়চেতা নেতৃত্ব ও আদর্শকে যদি জাতি ধারণ করে এবং অনুসরণ করে, তাহলে আমরা একটি ঐক্যবদ্ধ, সুন্দর এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করে যেতে পারব। আশা করছি, আগামীতে যারা প্রশাসনে থাকবেন তারা প্রতিবছর তার জন্য দোয়ার আয়োজন করবেন। আল্লাহ ম্যাডাম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
এমআই