অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত সালমা (১৩) আজ দুপুরের দিকে ঘরে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সে মৈশাল বাড়ির মনোয়ার হোসেনের বড় মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
পুলিশ জানায়, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতারা।
নিহত সালমার সহপাঠী ও শিক্ষকরা জানান, সে নিয়মিত পড়াশোনা করত এবং মাদ্রাসায় উপস্থিতিতেও ধারাবাহিক ছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী গভীরভাবে মর্মাহত।
উল্লেখ্য, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রয়োজনে কাউকে একা না রেখে কাছের মানুষ বা দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার আহ্বান জানান তারা।
এমআই