বুধবার, জানুয়ারী ৭, ২০২৬
রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মতিহার হলের মসজিদে আসরের নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সামিউল ইসলাম সরকার বলেন, 'দল মতের উর্ধ্বে গিয়ে খালেদা জিয়া বাংলার জনগনের নেত্রী হয়ে উঠেছিলেন। তৎকালীন ফ্যাসিবাদী সরকার তার উপর নানা ধরনের অত্যাচার চালিয়েছে। কিন্ত তিনি তার নীতির সাথে কথনো আপোস করেননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।'
দেশপ্রেমের কথা উল্লেখ করে তিনি বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক। আমরা চাই, 'আগামীর বাংলাদেশ তিনিই নেতৃত্ব দিবেন যার মধ্যে সততা,নিষ্ঠা ও দেশপ্রেম থাকবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মনে করে তারা যা চাপিয়ে দেবে বাংলাদেশে সেটাই চলবে। মেধা, প্রজ্ঞা খাঁটিয়ে বাংলার মানু্ষ কাজ কাজ করলে তারা আমাদের কাছে নত শিকার করতে বাধ্য হবে।'
উপস্থিত মুসল্লিরা বলেন, 'খালেদা জিয়া দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশকে ভালোবাসতে গিয়ে তিনি ফ্যাসিবাদের নানা অত্যাচারের শিকার হয়েছেন। তারেক রহমান বর্তমানে বিএনপির প্রধান হিসেবে আছেন।আমরা চাই তিনি যেন খালেদা জিয়ার দ্বারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যান।'
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এমআই