নোয়াখালী প্রতিনিধি:
রাজধানীতে আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন নোয়াখালীর তিন তরুণ সাংবাদিক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক হিসেবে সাহসী ভূমিকা পালন করায় তাকে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ জন আহত, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকের মাঝে সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১০২ জন সাংবাদিককে বার্তাবীর সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দৈনিক আমার দেশ এর আশরাফুল আমীন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফয়সাল মাহমুদ এবং ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সফলতায় আমরা মুক্ত হয়েছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই।
সভাপতির বক্তব্যে আগ্রাসন বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, জুলাই যোদ্ধাদের বিকল্প নেই। আগ্রাসন বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্মাননা পাওয়ার পর তারা বলেন, এই সম্মাননা তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা এই স্বীকৃতি জুলাই আন্দোলনের সকল শহীদ ও ত্যাগী যোদ্ধাদের উৎসর্গ করেছেন।
একে