সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শেকৃবিতে দেশের প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন

রোববার, জানুয়ারী ১১, ২০২৬
শেকৃবিতে দেশের প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন

মোঃ রানা ইসলাম:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দেশের প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডা. কাজী এম বদরুদুজ্জা গবেষণাগারে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাবটির উদ্বোধন করেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।

সংশ্লিষ্টদের আশা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাটির স্বাস্থ্য উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ ছাড়া কোনো কিছুই টিকে থাকবে না। মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তায়ালা পরিবেশ সৃষ্টি করেছেন। তাই আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা যে পরিবেশ পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়েও উন্নত পরিবেশ রেখে যাব। তিনি আরও বলেন, কৃষিখাতে চলমান পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে গবেষণার কোনো বিকল্প নেই। এই ল্যাব কৃষি সংশ্লিষ্ট গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় এবং রুরাল মাইক্রো-এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় ওয়েভ ফাউন্ডেশন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগে ল্যাবটি স্থাপন করেছে। ল্যাবটির সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. এ কে এম রুহুল আমীন।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলীর সভাপতিত্বে অধ্যাপক ড. মোঃ মাহবুব ইসলাম জানান, ল্যাবে মাইক্রোব্যালেন্স, প্ল্যান্ট অ্যান্ড সয়েল ডাইজেশন সিস্টেম, ফ্লেম ফটোমিটার, প্ল্যান্ট ওভেন ও কন্ডাক্টিভিটি মিটারসহ আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে মাটি ও উদ্ভিদের বিভিন্ন পুষ্টি উপাদান ও ক্ষতিকর উপাদানের মাত্রা নির্ণয়, প্রতিকূল পরিবেশে উদ্ভিদের সংবেদনশীলতা যাচাই, স্মার্ট কৃষি প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি প্রয়োগ করে মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং ফসলের উৎপাদনশীলতা ও পুষ্টিমান বৃদ্ধি করা সম্ভব হবে। এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণায় এই ল্যাব ব্যবহার করছেন। বাংলাদেশে এটিই প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাবরেটরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, ডিন (পোস্ট গ্রাজুয়েট) অধ্যাপক এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, গবেষণা পরিচালক ড. এফ এম আমিনুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও কর্মকর্তাবৃন্দ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল