মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

বইমেলায় বিরতি! লেখক হাসিন ইসরাকের

সোমবার, জানুয়ারী ১২, ২০২৬
বইমেলায় বিরতি! লেখক হাসিন ইসরাকের

আবুল খায়ের:

গত বছরের অমর একুশে বইমেলায় নবীন লেখক হিসেবে পাঠক মহলে ঝড় তুলেছিলেন হাসিন ইসরাক। তার প্রথম বই ‘সাদা পলিবাগ’ প্রকাশের পর থেকেই পাঠক মহলে অসাধারণ সাড়া ফেলে। বইমেলার ১৩তম দিনে তার প্রথম মুদ্রণের সব কপি বিক্রি হয়ে যায়, এরপর প্রকাশিত হয় দ্বিতীয় মুদ্রণ। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোট প্রায় ২,০০০ কপি বিক্রি হয়েছে, যা বইটিকে নতুন লেখকদের মধ্যে বেস্টসেলার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এই বইয়ের মাধ্যমে হাসিন ইসরাক পান ‘প্রথম আলো লেখক বন্ধু পুরস্কার’সহ একাধিক সাহিত্য সম্মাননা, যা তাকে জাতীয় সাহিত্যচর্চার অঙ্গনে স্বীকৃত একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত করে। পাঠকরা তার লেখার মধ্যে খুঁজে পান দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতা, গভীর অনুভূতি এবং গল্প বলার অসাধারণ ক্ষমতা।

তবে এবারের ২০২৬ সালের অমর একুশে বইমেলায় পাঠকরা হাসিন ইসরাকের নতুন কোনো বইয়ের সাক্ষী হবেন না। সম্প্রতি এক আলাপচারিতায় লেখক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন বই না আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,
“এবারের বইমেলায় আমার কোনো নতুন বই প্রকাশিত হচ্ছে না। তবে লেখালেখি থেমে নেই। বর্তমানে যে বইটি নিয়ে কাজ করছি, তা একেবারেই বাস্তব জীবনের গল্পভিত্তিক। তাই সময় একটু বেশি লাগছে। ইনশাআল্লাহ, আগামী বইমেলায় পাঠকদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হব। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আমি একেবারেই মুগ্ধ।”

পাঠকরা মনে করছেন, হাসিন ইসরাক এই বিরতি নিয়েছেন লেখার গুণমান বজায় রাখার জন্য এবং আরও পরিণত, জীবনঘনিষ্ঠ গল্প উপস্থাপন করার লক্ষ্যেই।

হাসিন ইসরাক: কে এই লেখক?

হাসিন ইসরাকের জন্ম ১১ আগস্ট, দিনাজপুরে। ছোটবেলা কাটে দেশের বিভিন্ন প্রান্তে। বাবার পুলিশ কর্মকর্তা হওয়ায় ছোটবেলা থেকেই সমাজের নানা স্তরের মানুষের জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। ইংরেজি মাধ্যমে পড়ালেখা শুরু হলেও বর্তমানে তিনি একজন জনপ্রিয় উপস্থাপক ও বাস্তব জীবনের গল্পকার হিসেবে পরিচিত।

তার লেখার প্রধান বৈশিষ্ট্য হলো—দৈনন্দিন জীবনের কঠোর বাস্তবতা এবং অসাধারণ গল্প বলার ক্ষমতার সংমিশ্রণ। পাঠকরা তার লেখা থেকে খুঁজে পান বেঁচে থাকার শক্তি, প্রতিকূলতা জয় করার প্রেরণা এবং জীবনযাপনের সরলতা।

শিক্ষা জীবনেও হাসিন ইসরাক ছিলেন কৃতিত্বের প্রতীক। ২০১৯ ও ২০২১ সালে সাবেক পুলিশ প্রধান (আইজিপির) হাত থেকে লাভ করেছেন ‘বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হাসিন ইসরাক বিশ্বাস করেন সাধারণ জীবনযাপনে। তার জীবনদর্শনের একটি উক্তি ইতিমধ্যেই পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে—

“ক্ষুদ্র জীবনে বৃহৎ কিছু হবার ইচ্ছে নাই। ঠিকঠাক মানুষ হয়ে মরতে পারলেই বাঁচি।”

পাঠকদের প্রত্যাশা

২০২৫ সালের বইমেলায় ‘সাদা পলিবাগ’ দিয়ে যে সাহিত্যিক আলোড়ন সৃষ্টি করেছিলেন হাসিন ইসরাক, তার ধারাবাহিকতায় পাঠকদের প্রত্যাশা রয়েছে—২০২৭ সালের বইমেলায় তিনি আরও শক্তিশালী, জীবনঘনিষ্ঠ ও পরিণত সৃজনশীল কাজ উপস্থাপন করবেন।

অতএব, এবারের বইমেলায় পাঠকরা শুধু নতুন বই নয়, বরং একটি আরও পরিপূর্ণ, গভীর ও জীবন্ত হাসিন ইসরাকের লেখার অপেক্ষায় থাকবেন।

সময় জার্নাল/একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল