তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, আমরা অনেক সময় ভুলে যাই যে গাছেরও প্রাণ আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলোতে পেরেক দিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানোর ফলে গাছের ছাল ও অভ্যন্তরীণ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে গাছ শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সব ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।
উল্লেখ্য, কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানায় তারা।
একে