মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে দুইদিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে নলছিটি উপজেলা কেন্দ্রীয় ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মিনারের সামনে শহীদ ওসমান হাদী ব্যাডমিন্টন টুর্নাামেন্টের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. জোবায়ের হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ ওসমান হাদী তরুন সমাজের রোল মডেল হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন । তার আদর্শ, নীতিবোধ মনে ধারণ করে তরুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, নিয়মিত খেলাধুলা করলে মানসিক ও শারীরিক সুস্থতা অর্জন হয়। শহীদ ওসমান হাদীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ও তাকে উৎসর্গ করে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আয়োজক সদস্যদের ধনবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ ও ওসমান হাদীর বড়বোন প্রভাষক মাসুমা আক্তার ।
টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহন করছেন। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ৬ হাজার টাকা এবং রানারআপ দলের প্রাইজমানি ৪ হাজার টাকা।
শহীদ ওসমান হাদী ব্যাডমিন্টন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন ক্রীড়া সংস্থার আহবায়ক ও ইউএনও জোবায়ের হাবিব।
একে