বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে নাবিলা-ফারিশতা-সাগর

বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে নাবিলা-ফারিশতা-সাগর

মো বাঁধন হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছায়া জাতিসংঘের (এইচএসটিএইমুনা) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর সভাপতি পদে সালমা নাবিলা (পদার্থবিজ্ঞান-২১), সাধারণ সম্পাদক পদে ফারিশতা তাসনীম (পরিসংখ্যান বিভাগ-২১) ও কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মো: বেলায়েত হোসেন সাগর (ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স-২১)

গত ১০জানুয়ারি (শুক্রবার) সংগঠনটির বিদায়ী সভাপতি ফাহিম আল মাহমুদ ও সাধারণ সম্পাদক সালমা নাবিলা এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন ও হস্তান্তর করেন। 

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি: নাজমুল হাসান, সহ-সাধারণ সম্পাদক:মনোজ রঞ্জন রায়,সাংগঠনিক সম্পাদক: প্রিন্স আহমেদ,রাফিদ বিন ওয়ালিউল্লাহ,রাকা সরকার,মোঃ আসাদুল্লাহেল গালিব

সিনিয়র কার্যনির্বাহী সদস্য:টি. এম. সিয়াম সারোয়ার,রোকসানা আফরোজ,সৃষ্টি সারাহ বর্মন,ইসরাত জাহান,লেখা রায়,নিহাল মুস্তাকীম,কৃতিকা অধিকারী

নবনিযুক্ত সভাপতি বলেন, "সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে সংগঠনের ঐতিহ্য বজায় রেখে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি আমরা আরো নিশ্চিত করতে চাই যে সংগঠনের প্রতিটি সদস্য যেন  তাদের নিজেদের দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ সুযোগ পায় এবং দিনশেষে এইচএসটিইউমুনা এর সাথে সাথে  হাবিপ্রবির একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে জাহির করতে পারে।"

সাধারণ সম্পাদক বলেন,"HSTUMUNA শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক সচেতনতা বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।  সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কাজগুলো আরও গুছিয়ে, কার্যকরভাবে  ও মানসম্মত কর্মসূচি নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।"

কোষাধ্যক্ষ বলেন,"আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা HSTUMUNA-কে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে পারবো।"

উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠন (এইচএসটিউমুনা) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের অনুকরণের মাধ্যমে তরুণদের মাঝে বৈচিত্র্য, বিশ্বায়ন এবং নেতৃত্ব দানের মাধ্যমে আজকের বিশ্বকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এইচএসটিউমুনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের অন্যতম একটি নাম। উত্তরবঙ্গের ছায়া জাতিসংঘের পথিকৃৎ এই সংগঠনটি। এখন পর্যন্ত বৃহৎ পরিসরে ২০১৮ সালে রিজিওনাল সামিট, ২০১৯,২০২২,২০২৪ এবং ২০২৫ সালে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে এইচএসটিউমুনা। যাতে অংশগ্রহণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল