শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

বিজয় ’৭১ আয়োজনে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল

শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
বিজয় ’৭১ আয়োজনে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল

সাইফ রসুল খান, খুবি প্রতিনিধি। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, বর্তমান সময়ে শিল্পকলার প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে শিল্পের জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়েছে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে সবারই মৌলিক ধারণা থাকা প্রয়োজন এবং এই জ্ঞান ও সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

উপাচার্য আরও বলেন, পথিকৃৎ শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে শিশুদের সুস্থ বিনোদন, ক্রীড়া চর্চা ও শিল্পকলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। শিশুদের শেখার উপযোগী পরিবেশ তৈরি করে নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তুলতে হবে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় ’৭১-এর আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী শেখর মন্ডল। বিজয় ’৭১-এর সভাপতি এইচ এ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অম্লান বিশ্বাস শান।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে উপাচার্য ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন।

প্রসঙ্গত, তিন দিনব্যাপী এ আর্ট ফেস্টিভ্যালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের নির্বাচিত চিত্রকর্ম প্রর্দশনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, গুণী চিত্রশিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ ফেস্টিভ্যাল শিল্পচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল