নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরিফ হোসাইন রাজনের প্রতিষ্ঠিত এডটেক প্রতিষ্ঠান আইসিটি বাংলা ডটকম জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। কলেজটির রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং তিতুমীর কলেজ আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আরিফ এম রাজন এর উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডস ৩.০ এ সম্মাননা পেয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর কাকরাইল ভিআইপি রোডে অবস্থিত আইডিবি অডিটোরিয়ামে ওয়ান ওয়ে স্কুল আয়োজিত অনুষ্ঠানে বিজনেস ক্যাটাগরিতে ফাস্টেস্ট গ্রোয়িং এডটেক প্ল্যাটফর্ম হিসেবে এ পুরস্কার অর্জন করে আইসিটি বাংলা ডটকম।
ক্যাম্পাস উদ্যোক্তা হিসেবে আরিফ এম রাজন শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। তিতুমীর কলেজে অধ্যয়নকালে আইটি সোসাইটি গঠন ও নেতৃত্ব দেওয়ার মাধ্যমে প্রযুক্তি ও স্কিল ডেভেলপমেন্টে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলেন তিনি। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে যাত্রা শুরু করে আইসিটি বাংলা ডটকম।
প্রতিষ্ঠানটি স্কিলভিত্তিক, সময়োপযোগী ও ক্যারিয়ার-কেন্দ্রিক শিক্ষা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এক্সেল, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আইটি ও ক্রিয়েটিভ স্কিলভিত্তিক কোর্স পরিচালনা করছে তারা।
অনলাইনে লাইভ ও রেকর্ডেড কোর্স মিলিয়ে বর্তমানে প্রায় ১২টি কোর্স চালু রয়েছে। এসব কোর্সের মাধ্যমে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও গৃহিণীসহ বিশ্বের প্রায় ৬০টি দেশের এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিও এই প্ল্যাটফর্ম থেকে স্কিল ডেভেলপমেন্ট করেছেন বলে জানানো হয়েছে।
আইসিটি বাংলা ডটকমের উদ্যোক্তা টিমে রয়েছেন— মাজাদুর রহমান রবিন, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), আরিফ এম রাজন, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), এবং কুহেল আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। বর্তমানে প্রায় ৩৫ সদস্যের একটি টিম নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০২৪ সালের জুনে যাত্রা শুরু করা এ ক্যাম্পাসভিত্তিক উদ্যোগটি ইতোমধ্যে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় পরিচালিত অরেঞ্জ কর্নার্স বাংলাদেশ স্টার্টআপ প্রোগ্রাম, আইসিটি মন্ত্রণালয়ের অধীন আইডিয়া প্রজেক্ট থেকে অফিস স্পেস অনুদান এবং অ্যাকসেলারেটিং বাংলাদেশ প্রোগ্রাম থেকে স্টার্টআপ গ্র্যাজুয়েশন অর্জন করেছে।
ক্যাম্পাস থেকে জাতীয় পর্যায়ে এ সাফল্য তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উদ্যোক্তা হয়ে ওঠার একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এমআই