বুধবার, জানুয়ারী ২১, ২০২৬
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,এয়োদশ নিবার্চন এসে গেছে। এবার পোস্টার নেই বেশি প্রচারণা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি নেতাকমর্ীদের তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে। ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। আগামী নিবার্চনে ধানের শীষের বিজয়ের জন্য শুধু নিবার্চনী তাজ করলেই হবে না, ছাত্রদল, যুবদল, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজাগ থাকতে হবে। চোখ কান খোলা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রচারনা চালাতে হবে তেমনি সকল অপপ্রচারের সুন্দর ভাবে জবাব দিতে হবে। বুধবার নাটোর সদর আসনের ৫০০ ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সকল অঙ্গ সংগঠনের নেতাকমর্ীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় করতে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুলুর বড় মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি, সদস্য সচিব মেসবাহ উদ্দিন তালুকদার অভি ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে দুলু আরো বলেন, অন্য দলের নেতি বাচক ইস্যুতেও ছাত্রদল, যুবদল, জাসাস, বিএনপি ও অন্য সকল অঙ্গ সংগঠনের নেতাকমর্ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক প্রচারনা চালাবে। কোন নেতিবাচক কর্মকান্ড বা প্রপাগান্ডার সাথে বিএনপির কোন সম্র্পক নেই। সকলের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের কারো থেকে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।
এমআই