খুবি প্রতিনিধি:
শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেমিস্ট্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। খেলাধুলার আয়োজনের মধ্য দিয়েই তারা ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এফএমআরটি ও কেমিস্ট্রি ডিসিপ্লিনের মধ্যকার ক্রিকেট ম্যাচ শুরুর আগে কেমিস্ট্রি ডিসিপ্লিনের ক্রিকেটাররা কালো কাপড়ে তৈরি একটি ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে “Justice for Osman Hadi” লেখা ছিল, যা মাঠজুড়ে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেয়।
কেমিস্ট্রি ডিসিপ্লিনের ক্রিকেট দলের অধিনায়ক তাজমির হোসাইন বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড একটি প্রজন্মের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একটি স্বাধীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই ঘটনার পূর্ণ সত্য উদঘাটন জরুরি। নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে বিচার প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।
এ সময় কেমিস্ট্রি ডিসিপ্লিনের খেলোয়াড় মো. মারুফ মোল্লা বলেন, হাদী হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি দীর্ঘদিনের অন্যায় ও অবিচারের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পার হলেও হত্যাকারী ও এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনো প্রকাশ পায়নি।
তিনি বলেন, এই ভিন্নধর্মী প্রতিবাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি স্তর থেকে ন্যায়বিচারের দাবি জোরালো করা, যাতে প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
প্রতিবাদ চলাকালে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এমআই