ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতি সাবেক এমপি প্রতিদ্বন্দ্বী এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলাম সহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাদরাসা মোড়ে নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনের নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠানিকভাব তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদানকারীরা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন।
নাটোর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের ( চরমোনাই) সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি আরো বলেন, যোগদানকারী নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে সুদ ঘুষ, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে অগ্রনী ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।
অনুষ্ঠান শেষে জামায়াত নেতৃবৃন্দ যোগদানকারী ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নাটোর-২ (সদর- নলডাঙ্গা ) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী,
জেলা নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মীর নুরুন্নবী, শহর সেক্রেটারী প্রভাষক আলী আল মাসুদ মিলন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আবু সাইদ রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃ্ৃবৃন্দ।
এমআই