রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামে তারেক রহমান, সকালে মহাসমাবেশ

রোববার, জানুয়ারী ২৫, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমান, সকালে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে দুই দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ। আজ রোববার সকাল ১০টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত এই সমাবেশে অংশ নিতে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তিনি। 

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে স্বাগত জানিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ। 

বিএনপি নেতারা জানিয়েছেন, চট্টগ্রামের পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে রাতযাপন করবেন বিএনপির চেয়ারম্যান। সকাল ৯টায় হোটেলেই তিনি ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সমকালকে বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি। 

চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান গতকাল বিকেল ৪টায় ফেনীর পাইলট কলেজ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। 

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠের সমাবেশে বক্তব্য দেবেন। পরে সন্ধ্যা ৭টায় কুমিল্লার সুয়াগাজীর ডিগবাজী মাঠে এবং সাড়ে ৮টার দিকে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

সর্বশেষ ২০০৬ সালে ফেনীতে এসেছিলেন তারেক রহমান। দুই দশক পর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবার জেলা ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান। তাঁকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল