তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পড়ুয়া দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'র উদ্যোগে নবীন বরণ ও প্রবীণদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবীব, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আঃ মালেক মিয়াসহ সংগঠনটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পংকজ রায়।
অনুষ্ঠানে নবীনদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসাথে প্রবীণদের দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা। এসময় নবীন-প্রবীণ উভয়ই তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, বিদায় শব্দটি কষ্টদায়ক। কোনো বিদায় ই সুখকর নয়। যারা আজ বিদায় নিচ্ছ, তারা সবাই তোমাদের জুনিয়রদের সাথে যোগাযোগ রাখবে, পরামর্শ দেবে। নবীন যারা এসেছ তারা শুধু বাইরে জগতে ইম্প্রুভ করলে হবে না, শুধু কমিউনিকেশন বৃদ্ধি করলে হবে না বরং নিজের অ্যাকাডেমিক রেজাল্টও ভালো পর্যায়ে রাখতে হবে। নিজের সিজিপিএ আগে, তারপর বাকিসব কিছু।
এমআই