ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সমাই পার করছেন প্রার্থীরা।
মাঠঘাট চষে বেড়াচ্ছেন তারা। সকালে নাটোর সদরের ৩ নং দিঘাপতিয়া ইউনিয়নে ইছলা বাড়ি এলাকায় প্রচারণা শুরু করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অপরদিকে নলডাঙ্গা উপজেলার ফাটুল বাজার থেকে প্রচারণা চালান ,১১ দলীয় জোটের দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
এছাড়া বড়াইগ্রামের লক্ষিকুল বাজারে প্রচারণা চালান নাটোর -৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী মকসেদুল মোমিন।
প্রচারণায় তাদের সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে তারা বলেন, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যাশা জানিয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা জানান প্রার্থীরা।
এমআই