নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ. লতিফ ফরাজি।
সোমবার (২৬ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা পৌরশহরে সকাল ১০টায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি গণসংযোগ করেন।
আ. লতিফ ফরাজি বলেন, আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি। এ ক্ষেত্রে তাদের প্রতি যদি কোনো অন্যায় হয় জাতীয় পার্টি তাদের পাশে আছে। আওয়ামী লীগের যারা আছেন, এটা অবশ্যই তারা মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, আমি যদি অন্যায় করি আমার বিচার হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হওয়া উচিত। কিন্তু একটি নিরীহ মানুষকে কোনোভাবেই যেন হ্যারাসমেন্ট করা না হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই।
সবশেষে জাপার এই প্রার্থী বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ গ্রামাঞ্চলের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন। সাধারণ মানুষ এবার জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, উপজেলা সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ জাতীয় পার্টির ২০-৩০ জন নেতাকর্মী।
একে