মো: মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রয়াত শিক্ষার্থী নাফিউল করিম ও তীর্থজিৎ রায় স্মরণে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত 'ডে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট' এর প্রথম আসরের ফাইনালে ইংরেজী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।
বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগকে ২-০ সেটে হারিয়ে জয় নিশ্চিত করে আইন বিভাগ। ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান আইন বিভাগের শিক্ষার্থী বাদশা মিয়া শাওন।
অনুভূতি জানিয়ে বাদশা মিয়া শাওন বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকেই উদ্দেশ্য ছিলো চ্যাম্পিয়ন হওয়া। নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি এবং সেটা কাজ করেছে। নিজ বিভাগের জন্য কিছু করতে পারা অবশ্যই গর্বের। শিক্ষকদের সহযোগিতা এবং সকলের সাপোর্টে বিষয়টা ঘটেছে।’
খেলা শেষে গকসুর ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল বলেন, 'ক্রীড়া চর্চার মাধ্যমে প্রতিভা বিকাশের সুন্দর মাধ্যম। ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণকারী প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অন্যন্য খেলাধুলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলেও সুনাম আনতে পারবে। ক্রীড়াঙ্গনে অবদান রাখতে পারবে।'
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
একে