বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মনদীপ ঘরাইয়ের দুটি অ'কবিতা

বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১
মনদীপ ঘরাইয়ের দুটি অ'কবিতা

আমার আমি


আমি চিড়িয়াখানায় আটকে থাকা বাঘ।
যাকে দেখিয়ে-
তোমরা সবাই বনের গল্প শোনাও;
হিংস্রতার ভয় দেখাও।
আমি একই বৃন্তের জোড়া কোনো ফল;
যার জন্মই হয়েছে জমজের স্বপ্ন দেখাতে। 
আমি ভিজে যাওয়া ম্যাচ,
আর কোমর ভাঙ্গা সিগারেট;
জ্বালাতে পারি না, জ্বলতেও না।
আমি একটু একটু করে সবকিছু হয়েছি;
শুধু-
একটা 'আমি' হতে পারি নি;
আয়না ছাড়া...
নিজেকে 
দেখা যায় না 
বলে।



চেহারা



চেহারা?
চেহারা বালি ঘড়ি।
হাতের মুঠো ফসকে গেলেও,
মনের মুঠোয় ধরি।

চেহারা নিছক মুখোশ;
যাকে যেমন চাই, ঠিক তেমনি দেখাই।

চেহারা তোমার নাই?
চেহারা ছাড়া মানুষ হয় নাকি?
সবার চেহারা নগদ জানি, 
তোমার চেহারা বাকি।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল