শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চৌদ্দগ্রামের ১২ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১১৩ জন

শুক্রবার, নভেম্বর ১২, ২০২১
চৌদ্দগ্রামের ১২ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১১৩ জন

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ নভেম্বর-২ ডিসেম্বর আপিল দায়ের, ৩-৫ ডিসেম্বর আপিল নিস্পত্তি, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের আগে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা আওয়ামীলীগের কাছে ফরম জমা দিয়েছে। প্রতিটি ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভার মাধ্যমে জনপ্রিয়তা যাছাই ও ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে একজন করে প্রার্থী বাছাই করে কেন্দ্রে পাঠানো হবে। এ উপলক্ষে গত ১২ নভেম্বর শুক্রবার ছিল আ’লীগের দলীয় মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। এ দিন উপজেলার ১২ ইউনিয়নের ১১৩ মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন কাশিনগর ও গুণবতী ইউনিয়নে। উপজেলা আ’লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা আ’লীগের পক্ষ থেকে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরুর নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মনিটরিং কমিটির উপস্থিতিতে গতকাল শনিবার কয়েকটি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হয়ে সমর্থন জানান দেয়ার চেষ্টা করে। তবে তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে সৎ, ত্যাগী ও মানবতার সেবায় কাজ করতে আগ্রহী নতুন মুখ দেখতে চেয়েছেন। কারণ হিসেবে তারা বলেছেন-চৌদ্দগ্রাম উপজেলায় ১২ ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান আগে দুই বার করে চেয়ারম্যান ছিলেন। একই ব্যক্তি বারবার চেয়ারম্যান হিসেবে থাকায় তৃণমূল নেতাকর্মী ও জনগণ সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছে না। এজন্য তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি, উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুলের নিকট ইউপি নির্বাচনে নতুন প্রার্থীদের অগ্রাধিকার দেয়ার আহবান জানান।  

আ’লীগের দলীয় প্রত্যাশীরা হলেন; ১নং কাশিনগর ইউনিয়নে মোঃ মোশারেফ হোসেন, আবদুল ওয়াদুদ, মোখলেছুর রহমান মজুমদার, খোরশেদ আলম, শহিদুল হক শাহীন, রবিউল হক কামাল, এনামুল হক হাজারী, মোঃ মাহাবুবুর রহমান, আবদুল মালেক, মাহবুবুল হক, আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, মাকসুদুল আলম মজুমদার, শাহ আলম ও ফরিদ আহমেদ মিয়াজী।
২নং উজিরপুর ইউনিয়নে আলী আশ^ব, জয়নাল আবেদীন খোরশেদ, আরিফুর রহমান মজুমদার, মোঃ নিজাম উদ্দিন, নায়িমুর রহমান মজুমদার, জসিম উদ্দিন সর্দার ও মোঃ শহিদুর রহমান রতন।
৩নং কালিকাপুর ইউনিয়নে সালাহ উদ্দিন মজুমদার, মাহবুব হোসেন মজুমদার, নাজমুল হোসেন কবির, মোঃ জাফর আলম, জসিম উদ্দিন মজুমদার ও শাহ রিয়াজ মজুমদার জুয়েল।
৪নং শ্রীপুর ইউনিয়নে শাহ জালাল মজুমদার, মোঃ খোরশেদ আলম, লোকমান হোসেন রুবেল, আলমগীর হোসেন ও নজরুল ইসলাম।
৫নং শুভপুর ইউনিয়নে খলিলুর রহমান মজুমদার, মোঃ একরামুল হক, শাহ জাহান, আনিছুর রহমান, এ এস এম শাহিন মজুমদার ও অধ্যাপক মোঃ মফিজুর রহমান। 
৬নং ঘোলপাশা ইউনিয়নে কাজী জাফর আহমেদ, নুরুল হক ভূঁঞা, একেএম মুজিবুর রহমান, নাঈমুল হক মজুমদার, এ কে খোকন, আবদুল কাদের, সামছুজামান ও শেখ কামাল।
৮নং মুন্সিরহাট ইউনিয়নে মোঃ মাহফুজ আলম, জসিম উদ্দিন, কামরুল আলম মোল্লা, ইউসুফ মজুমদার, মোহাম্মদ মমিন মোল্লা, মোঃ আলী আক্কাছ, তৌহিদ মাহমুদ, ইয়াকুব আলী ভূঁঞা, মিজানুর রহমান।
৯নং কনকাপৈত ইউনিয়নে মোঃ খোরশেদ আলম ভূঁঞা, মোঃ ওমর ফারুক, মুফিজুর রহমান পাটোয়ারী হারুন, শরিফুল ইসলাম ফখরুল, মোঃ জাফর ইকবাল, নজরুল ইসলাম, মুজিবুল হক ভূঁঞা, মঞ্জুরুল আলম, জিয়াউল হক ভূঁঞা, কামাল হোসেন, জিয়াউর রহমান চৌধুরী, মাঈন উদ্দিন মামুন, সাইফ উদ্দিন মুন্না ও কাজী মহি উদ্দিন মুকুল।  
১০নং বাতিসা ইউনিয়নে জিএম জাহিদ হোসেন টিপু, কাজী মোঃ ফখরুল আলম, আরিফুর রহমান টিপু, কাজী মমতাজ উদ্দিন বারী, জিয়াউল হক মাসুদ, আনোয়ার হোসেন ভুট্টো, মোঃ নজির আহমেদ, আবুল বাশার, ইয়াছিন আরাফাত ও ইয়াছিন উদ্দিন।
১১নং চিওড়া ইউনিয়নে মোঃ একরামুল হক, মোহাম্মদ জসিম, মোঃ ইসহাক খান, আ ন ম হোসাঈন আহমেদ নাঈম, আবদুল আজিজ স্বপন, এয়াকুব হোসেন সাজু, জিয়াউর রহমান চৌধুরী, গোলাম সরওয়ার মিজান, জাফর আহমেদ ভূঁঞা, মোহাম্মদ রাসেল ও জামাল উদ্দিন।
১২নং গুণবতী ইউনিয়নে মোঃ হেলাল উদ্দিন, মোস্তফা কামাল, আলী হোসেন, আবদুল আওয়াল কাইয়ুম, মোঃ আনোয়ার হোসেন, ইসমাঈল হোসেন টিপু, জামশেদুর রহমান সাহেদ, ছৈয়দ আহমেদ ভূঁইয়া খোকন, শাহ হেলাল খুরশিদ, মোঃ রফিকুল ইসলাম, জাকির হোসেন, মুজিবুর রহমান মুজিব, নুরুল আলম শাহীন, আরিফুর রহমান ও শহিদুল আলম।
১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে জানে আলম ভূঁঞা, মুজিবুল হক চৌধুরী, মুহিবুল আলম মজুমদার, আবু তাহের পাটোয়ারী, আবদুল্লাহ আল হারুন, জাফর উল্যাহ ও জিয়াউর রহমান।
এ ব্যাপারে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ বলেন, ‘শনিবার ও রোববার ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের মতামত ও জনপ্রিয়তার ভিত্তিতে উপজেলা পর্যায়ে নাম প্রস্তাবনা হবে। তারপর উপজেলা পর্যায়ে বর্ধিত সভা শেষে মনোনয়নের বিষয়ে কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে’।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল