শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মক্কা-মদিনায় তারাবি ১০ রাকাত পড়ার নির্দেশ

সোমবার, এপ্রিল ১২, ২০২১
মক্কা-মদিনায় তারাবি ১০ রাকাত পড়ার নির্দেশ

ধর্ম ডেস্ক : সারাবিশ্বে প্রতিনিয়ত করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে। এমন পরিস্থিতিতে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

রোববার (১১ এপ্রিল) দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

পবিত্র মসজিদ দুটির সম্পর্ক বিষয়ক প্রধান শাইখ আব্দুর রহমান আল- সুদাইস জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের রমজানে দুই পবিত্র মসজিদে তারাবি নামাজের রাকাত সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০ রাকাত আদায় করা হবে। এছাড়া মসজিদুল হারামে ইতিকাফ ও ইফতারের আয়োজন বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, করোনাকালে পাঁচ ওয়াক্ত নামাজ ও ১০ রাকাত তারাবিহ দুই মসজিদের শীর্ষ কর্মকর্তা ও জীবাণুমুক্তকরণে নিয়োজিত কর্মীদের উপস্থিতিতে আদায় হবে।

গত বছর করোনা প্রাদুর্ভাবের পর রমজানে মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববি বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া টানা কয়েক মাস দেশি ও বিদেশিদের ওমরাহ পালন বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল