নিজস্ব প্রতিবেদক:
এক রাতের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সবজি ৮০ টাকায় পৌঁছেছে৷ টানা বৃষ্টির কারণে সবজির বাজারে দাম চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা৷
শুক্রবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং বাজার, শিয়া মসজিদ বাজার ও মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে৷
এসব বাজারে একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে। বাজারভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা পেঁপে।
বাজারে আর কোনো সবজি ৮০ টাকার কমে নেই। কাকরোল, চিচিঙ্গা, ঢেঁড়স, বেগুন, কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। যা বৃহস্পতিবারও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সবজি বিক্রেতা বলেন, 'আজ সব দোকানেই মাল (সবজি) কম। বৃষ্টি সবজি কম আসছে। তাই দাম একটু বেশি।'
বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। লাউয়ের পিস ৬০ থেকে ৭০ টাকা। জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাকলার হালি ৩০ টাকা, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনিয়া পাতার কেজি ৪০০ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে।
মুদি বাজারে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা।
এদিকে ছোট আকারের বাঁধাকপি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা। মুলা ৪০ টাকা, পাকা টমেটো ১০০ থেকে ১৪০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে শিম পাওয়া যাচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।
এমআই