বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কোরআনে যেসব জায়গায় মানুষকে অকৃতজ্ঞ বলা হয়েছে

শনিবার, মে ২২, ২০২১
কোরআনে যেসব জায়গায় মানুষকে অকৃতজ্ঞ বলা হয়েছে

ধর্ম ডেস্ক:


মানুষ বড়ই অকৃতজ্ঞ!

অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা স্বীকার করে না। 
[সূরা আল-ইউনুস (১০), আয়াতঃ ৬০]
.
নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।
[সূরা আল-ইব্রাহীম (১৪), আয়াতঃ ৩৪]
.
তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।
[সূরা আন-নাহল (১৬), আয়াতঃ ৮৩]
.
মানুষ বড়ই অকৃতজ্ঞ।
[সূরা আল-ইসরা (১৭), আয়াতঃ ৬৭]
.
নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ।
[সূরা আল-হাজ্জ্ব (২২),আয়াতঃ ৬৬]
.
অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। 
[সূরা আল-ফুরকান (২৫), আয়াতঃ ৫০]
.
তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। 
[সূরা আন-নাম’ল (২৭), আয়াতঃ ৭৩]
.
বাস্তবিক মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।
[সূরা আয-যুখরুফ (৪৩),আয়াতঃ ১৫]
.
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! 
[সূরা আল-আবাসা (৮০), আয়াতঃ ১৭]
.
নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি বড়ই অকৃতজ্ঞ।
আর সে নিজেই এ বিষয়ের (তার অকৃতজ্ঞতার) সাক্ষী।
[সূরা আল-আদিয়াত (১০০),আয়াতঃ ৬-৭]


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল