বাগেরহাট প্রতিনিধি:
জলবায়ু ঝুকি মোকাবেলা ও ন্যায্য জ্বালানী রুপান্তর নিশ্চিত করার দাবীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রলি) সকালে একশন এইড বাংলাদেশ, বুয়েট ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এর সহযোগিতায় আগামী ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষে বাগেরহাট শহিদ মিনার চত্বর থেকে এক জনসচেতনতামূলক রেলি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাগরেহাট প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় উদ্ভাবকরা তাদের নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলি উপস্থাপন করা, প্রচার করা, গঠনমূলক পরামর্শ পাওয়া, তরুররা এ বিষয়ে আগ্রহী হবে এবং সম্ভাব্য ভবিষ্যতের সহযোগিতা বিনিযোগের সুযোগ তৈরি, ন্যায্য জ্বালানী রূপান্তর তরান্বিত করা ও জলবায়ু সংকট মোকাবেলা নারীর অংশগ্রহন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তরে দাবি জোরদার ও সচেতনতা বৃদ্ধির আহবান জানানো হয়।
বাগরেহাট প্রেস ক্লাবের সভাপতি ও আশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইআরভি এর নির্বাহী পরিচালক কাজী জাভেদ খালিদ পাশা জয়, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরচিালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, জোয়ার বাংলাদেশ এর নির্বাহী পরিচালক
আব্দুস সালাম, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের গোপিনাথ সাহা, মহিলা দলের সাধারন সম্পাদক ইভা আক্তার, এছাড়া আস বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা, জোয়ার বাংলাদেশ, ভৈরব মহিলা সংস্থা, বাগেরহাট পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটি, আশার আলো বাংলাদেশ, নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কমিউনিটি ল্যান্ড রাইটস গ্রুপ, শিল্পি তীর্থ নাট্যদল, রাজাপূর গ্রাম উন্নয়ন দল, গ্রীন ইয়ূথ ফোরাম, রাইজিং স্টার ইয়ূথ গ্রুপ, সোনালী দুস্থ্য মহিলা সংস্থা সহ শতাধকি যুব নারী –পুরুষ সদস্যরা এতে অংশগ্রহন করে রেলী শেষে আলোচনায় অংশগ্রহণকারীগন ন্যায্য জ্বালানী রূপান্তরকে তরান্বিত করা, তরুনদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো, জ্বালানী রূপান্তরে বাজেট বৃদ্ধি ও এ সংক্রান্ত নীতিমালার সঠিক বাস্তবায়নের উপর জোর দেন।
এমআই