তামান্না আক্তার, খুবি প্রতিনিধি:
বিতর্ক শুধু মত প্রকাশ নয়, এটি জ্ঞানচর্চার এক দুর্দান্ত মাধ্যম। খুলনা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন 'নৈয়ায়িক' সেই লক্ষ্যে প্রতিষ্ঠার পর থেকেই বিতর্কচর্চাকে এগিয়ে নিচ্ছে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে।
প্রতিবছর নৈয়ায়িক আয়োজন করে ফ্রেশারস্ লীগ, আন্তঃডিসিপ্লিন ও আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, এবং বিভিন্ন জাতীয় দিবসে মুক্তমঞ্চ বিতর্ক—যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের বিতার্কিকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করে।
শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ না থেকে, সংগঠনটি আয়োজন করে নৈয়ায়িক ন্যাশনালস্, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর দেশসেরা বিতার্কিকরা অংশগ্রহণ করে। এছাড়া, নৈয়ায়িকের সদস্যরা দেশের বিভিন্ন জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং এখন পর্যন্ত ডজনখানেক জাতীয় ট্রফি জয় করেছে।
বর্তমানে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছেন ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। সভাপতি হিজবুল্লাহ তামিম ও সাধারণ সম্পাদক খালিদ আহমেদ-এর নেতৃত্বে সংগঠনটি নিয়মিত সাপ্তাহিক সেশন আয়োজন করে—রবিবার ইংরেজি ও বুধবার বাংলা বিতর্কের মাধ্যমে।
ক্লাবটির কার্যক্রম সম্পর্কে সভাপতি হিজবুল্লাহ তামিম বলেন,"বিতর্ক চর্চা মানুষের বুদ্ধিকে জাগ্রত করে এ লক্ষ্য সামনে রেখে নৈয়ায়িক যে কাজ করে যাচ্ছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রমকে আরো বেশি তরান্বিত করতে আমরা কাজ করে যাবো।"
নৈয়ায়িক' নেতৃত্ব, বুদ্ধিমত্তা ও প্রগতির নাম। 'নৈয়ায়িক'-শুধু একটি বিতর্ক সংগঠন নয়, এটি একটি চিন্তার স্কুল, নেতৃত্বের আঁতুড়ঘর এবং যুক্তির আলোয় আলোকিত একটি মঞ্চ। এখান থেকে উঠে আসা প্রতিটি বিতার্কিক যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠে একজন সচেতন নাগরিক হিসেবে। ভবিষ্যতেও 'নৈয়ায়িক' যুক্তির বাতিঘর হয়ে আলো ছড়িয়ে যাবে—এটাই প্রত্যাশা।
এমআই