আন্তর্জাতিক ডেস্ক:
গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭৫ জন ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় শনিবার তিন শিশুসহ ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রে জানিয়েছে, ইসরাইলের মানবিক সরবরাহ সম্পূর্ণ অবরোধের কারণে কমপক্ষে ৫৭ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। ইসরাইলের অবরোধের কারণে খাদ্য, পানি ও ওষুধ বহনকারী ট্রাকগুলো গাজার সীমান্তে অবস্থান করছে।
এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭৫ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে।
গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৩৯৬ জন নিহত এবং ছয় হাজার ৩২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধে কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।
সময় জার্নাল/এলআর