তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রবিবার (১১ই মে) বেলা সাড়ে ১১টায় ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন তারা এ কর্মসূচি পালন করে।
উপাচার্য প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হক, ছাত্রদল ইবি শাখার সভাপতি শাহেদ ইসলাম সহ ক্যাম্পাসে ভ্যানচালক, পথচারী, অভিভাবক সহ অন্যান্যদের মাঝে তারা মিষ্টি বিতরণ করেন।
এসময় ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, মুবাশ্বির আমিন, গোলাম রাব্বানীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমন্বয়ক এস এম সুইট বলেন, মূলত ৫ই আগষ্ট ছাত্র জনতা ই আওয়ামী লীগ কে নিষিদ্ধ করে দিয়েছিল। আইনী সিদ্ধান্ত আরও আগে আসা দরকার ছিলো। আমরা সাময়িক খুশি হলেও আমাদের আরও বড় একটা দাবি রয়েছে। সেটি হলো জুলাই ঘোষণাপত্র। এটি দ্রুত সময়ে দিতে হবে। এ ব্যাপারে কোনো টালবাহানা করলে ছাত্রজনতা আবার রাজপথে নামবে।
উল্লখ, গতকাল রবিবার রাতে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় উপদেষ্টা পরিষদ। তাৎক্ষণিক ভাবে আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা এবং পরদিন বেলা সাড়ে ১১টায় মিষ্টি বিতরণের কর্মসূচি ঘোষণা দেন তারা।
এমআই