রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। কর্মসূচি থেকে ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানানো হয়।
আজ (বুধবার) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা,'আমার ভাই মরলো কেন,প্রশাসন জবাব দে','লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই','আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে','দিয়েছি তো আরও দিবো রক্ত', 'ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না' প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ হোসেন বলেন,'আপনারা জানেন আমাদের ছোটভাই সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের রক্তে তারা হোলি খেলে, আমরা যখন আমার ভাইয়ের মৃত্যুতে শোকাহত তারা তখন লাশের উপর ফুর্তি করে। আমরা আজকেও দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেইজে তারা আমার ভাইয়ের মৃত্যু নিয়ে ফুর্তি এবং অবান্তর কথাবার্তা বলতেছে। আমরা সেই সকল আইডি এবং ব্যক্তিবর্গকে নোট করতেছি। তাদেরকে ফুর্তি এবং উপহাসের যোগ্য জবাব দেওয়া হবে'।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, 'গত জুলাই আন্দোলনে ছাত্রদলের ২৬৫ জন নেতা কর্মী গুম, খুন ও নিহতের শিকার হয়েছে। এই ছাত্রদলের রক্ত দেওয়ার ইতিহাস অনেক পুরনো। ৯০ এর গণঅভ্যুত্থানে ছাত্রদল রক্ত দিয়েছে।এছাড়া ২০০৯ এবং ২০১৪ সালেও ছাত্রদল রক্ত দিয়েছে। আপনারা ক্যাম্পাস কে ছাত্রদল মুক্ত করতে চান। আপনারা একটা নির্দিষ্ট সংগঠনের ভাইস চ্যান্সেলরকে দিয়ে গুম,খুন করিয়ে শেখ হাসিনার আবছায়া দেখানোর যে পায়তারা করছেন সেই আবছায়া অচিরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভেঙ্গে গুড়িয়ে দিবে'।
ঢাবি উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে শাখা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, আপনারা দেখতে পাচ্ছেন গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক হত্যা, ছিনতাই- রাহাজানি হয়েই চলেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম শান্তকে ছুরির আঘাতে হত্যা করা হয়।কিছুদিন আগে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ ভাইকে ছুরির আঘাতে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে।আমি তাদেরকে অতি দ্রুত পদত্যাগের দাবি জানাচ্ছি'।
মো:মেহেদী হাসান খান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ত্ব করেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী। সমাবেশে শাখা ছাত্রদলের দেড়শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।