নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এখন গরিব, মেহনতী ও মধ্যবিত্তদের জন্য কাজ শুরু করার আহবান জানিয়েছেন ভূরাজনৈতিক অর্থনীতিবিদ ও ন্যাশনাল ব্যুরো অফ ইকনোমিক রিসার্চের (এনবিইআর) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ, নার্সিং ও স্বাস্থ্য প্রশিক্ষণ জোরদারকরণ ও শহর-গ্রামে সমতাকরণসহ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরে তিনি এই আহবান জানান।
ভূরাজনৈতিক অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ বলেন, ইউনুস স্যার এখন আমার গরিব, মেহনতী মানুষ ও মধ্যবিত্তের জন্য কাজ শুরু করুন-
স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ (শহর-গ্রাম সমতা)
৬৬% জনগণ গ্রামে বাস করেন, যেখানে মানসম্মত স্বাস্থ্যসেবার অভাব প্রকট। গ্রামে জন্ম নেয়া ৪২.৮% মা চারবার প্রি-নেটাল ভিজিট পান, শহরে যা ৫৯%। প্রতি ১,০০০ জনে মাত্র ০.৬৭ জন চিকিৎসক ও ০.৬১ জন নার্স রয়েছে (WHO-এর সুপারিশের তুলনায় কম)। এই প্রেক্ষাপটে, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসক/নার্স নিয়োগ, এবং ল্যাব সুবিধা উন্নয়নে বিনিয়োগ গুরুত্বপূর্ণ।
নার্সিং ও স্বাস্থ্য প্রশিক্ষণ জোরদারকরণ
বাংলাদেশে প্রায় ১ লাখ নিবন্ধিত নার্স রয়েছে (প্রতি ১,০০০ জনে ০.৬)। আদর্শ অনুপাতে একজন ডাক্তারের বিপরীতে ৩ জন নার্স প্রয়োজন হলেও বাংলাদেশে এই অনুপাত মাত্র ০.৪:১। বর্তমানে ৫৮টি নার্সিং কলেজ ও ১৫৭টি নার্সিং ইন্সটিটিউট থাকলেও, প্রশিক্ষক সংকট ও আসন অপূরণ থেকে যায়। নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও নতুন ইনস্টিটিউট স্থাপন অপরিহার্য। নার্সিং ও স্বাস্থ্য প্রশিক্ষণে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ প্রয়োজন।
এমআই