আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দ করার আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)
ফলে এখন আর ওই দুটি সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করতে পারবেন না সালমান এফ রহমানপুত্র, যা তিনি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন।
জনপ্রিয় ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জব্দ হওয়া বাড়ি ও অ্যাপার্টমেন্টের মালিক বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে। আর সালমান এফ রহমান বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।
প্রতিবেদন আরও বলছে, শায়ানের জব্দকৃত বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি লন্ডনের অভিজাত এলাকা ১৭ গ্রসভেনর স্কয়ারে অবস্থিত। যেটি ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। আর বাড়িটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে অবস্থিত, ২০১১ সালে সেটি কেনা হয় ১.২ মিলিয়ন পাউন্ডে।