জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে ফেরত এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ মে) রাত ১:৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির অন্যান্য সদস্যরা।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটককৃত ২৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের বালারহাট ক্যাম্পে নিয়ে আসে এবং যাচাই-বাছাই শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের করলা ক্যাম্পে অভিবাসনরত কিছু বাংলাদেশি নাগরিককে জড়ো করে বাংলাদেশে পুশ-ইন করার পরিকল্পনা করা হচ্ছিল। বিষয়টি জানার পর লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিএসএফকে কঠোর বার্তা প্রদান করেন। বার্তায় জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিক হলে সঠিক পরিচয় যাচাই সাপেক্ষে প্রচলিত নিয়মে তাদের গ্রহণ করা হবে, কিন্তু কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
এরপর বিএসএফ ২৪ জনের একটি তালিকা বিজিবিকে প্রদান করে, যা যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। ফেরত আসা ২৪ জনের মধ্যে রয়েছে ১২ জন পুরুষ, ১২ জন নারী এবং ৮ শিশু।
ফেরতপ্রাপ্তরা হলেন— ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী গ্রামের তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মাতা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭); দাসিয়ারছড়া কামালপুর গ্রামের মানব আলী (২৩) ও স্ত্রী রুমি বেগম (২০); একই গ্রামের আব্দুল কাদের (৩১), স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২); আরাজী নেওয়াশী গ্রামের জায়দুল হক (৫৫), স্ত্রী আঞ্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২), ১০ মাস বয়সী নাতি জুনায়েদ; ভাঙ্গামোড় বটতলা গ্রামের হাসেন আলী (৩৫), স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২); এবং নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
বিজিবির উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, “বিজিবি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে ২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত এনেছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”