খালেদ হোসেন টাপু, রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে আবদুল মন্নান (২৬) নামে এক ডাকাত দলের সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ২০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেছেন।
রামু থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় আবদুল মন্নান গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মন্নান গণপিটুনিতে মারা যান।
রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ডাকাতি ও মারামারির ঘটনায় মন্নানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
গত শুক্রবার স্থানীয় গ্রামবাসী ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ বিক্ষোভের দুইদিনের মাথায় গণপিটুনিতে মারা যায় আবদুল মন্নান।
একে