আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে বৃহস্পতিবার (০৩,জুন) ভোর থেকে এখন পর্যন্ত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩৩ জন ছিলেন ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ—এমনটাই জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিতর্কিত ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (GHF) ত্রাণ বিতরণকেন্দ্রে উসকানিহীন গুলিবর্ষণের পর সেখানে ছড়িয়ে পড়ে ভয়াবহ দৃশ্য। সাধারণ মানুষ ত্রাণ নিতে এসেই গুলিতে প্রাণ হারান।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, ইসরায়েলের চলমান অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৯২ জন।