আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে ২০-এর বেশি শিশু। দক্ষিণ ও মধ্য টেক্সাসে কয়েক দশকের মধ্যে এমন দুর্যোগ আর দেখা যায়নি—বলছে স্থানীয় প্রশাসন।
এই বিপর্যয় শুরু হয় ভারি বর্ষণের পর, যখন গুডালুপ নদীর পানি হঠাৎই কয়েক ঘণ্টার মধ্যে ২২ থেকে ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। ভয়াবহ গতিতে প্লাবিত হয় পার্শ্ববর্তী কের কাউন্টি ও ক্যাম্প এলাকায় থাকা একটি গার্লস সামার ক্যাম্প। সেখান থেকে নিখোঁজ হয়ে যায় বহু শিশু-কিশোরী।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাস্তাঘাট ভেঙে পড়েছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছু জায়গায় প্রবল স্রোতের কারণে বাড়িঘরও ধসে গেছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট একে "extraordinary catastrophe" বলে উল্লেখ করেছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধারকাজে যুক্ত হয়েছে হেলিকপ্টার, নৌকা, ড্রোন ও সেনাবাহিনী। তল্লাশি চালানো হচ্ছে নদীপাড়ে ও ধ্বংসস্তূপে।
গার্লস সামার ক্যাম্পে নিখোঁজ হওয়া শিশুদের অনেকের বয়স ৮ থেকে ১৪ বছরের মধ্যে। তাদের পরিবারগুলোর কেউ কেউ আশ্রয়কেন্দ্রে বসে কাঁদছেন, কেউবা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সন্তানদের ফেরত চাচ্ছেন।
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, টেক্সাসে বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে চলতে পারে। ফলে ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা এখনও রয়ে গেছে। স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
টেক্সাস গভর্নর বলেন, “এটি আমাদের জন্য একটি শোকের সময়। নিখোঁজদের সন্ধান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
সূত্র: ওয়াসিংটন পোস্ট
একে