স্পোর্টস ডেস্ক:
চলতি বছরেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। দুই দলের তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসন্ন আগস্ট মাসেই। তবে পূর্ব-নির্ধারিত সময়ে সিরিজটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ছিল নানা শঙ্কা। আর সিরিজটি পেছাতে পারে এমন গুঞ্জণও ছিল। অবশেষে সেই গুঞ্জণই সত্যি হলো।
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। এর পরিবর্তে আগামী বছরের সেপ্টেম্বরে সফরটি করবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আজ শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিসিসিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবি এবং বিসিসিআই- দুই বোর্ড পারস্পরিক আলোচনার মাধ্যমেই এ সফরের সূচি পরিবর্তন করেছে।
এদিকে আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজের নতুন সময় নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত সিরিজের সূচি ঠিক করা হয়নি। পরবর্তীতে দুই বোর্ড আলোচনা করে সূচি ঠিক করবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।