নিজস্ব প্রতিনিধি:
গণভবন ‘প্রতীকীভাবে জয়’ করার এক বছর পূর্তিতে এবার জাতীয় সংসদ লক্ষ্য করে এগোচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা গণভবন জয় করেছি, এবার সংসদ জয় করব। আগামী নির্বাচনে আমরা সংসদে যুবসমাজের অভূতপূর্ব বিজয় উদযাপন করব।”
শনিবার রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে দলটির চলমান কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচনের আগে অবশ্যই কিছু মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার চাই। আমরা একটি নতুন সংবিধান চাই, চাই কাঠামোগত সংস্কার।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে স্বৈরাচার ও বংশানুক্রমিক শাসনের অবসান ঘটাতে হবে। কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না সংস্কার ছাড়া, গণহত্যার দায় নিরূপণ ছাড়া এবং 'জুলাই চার্টার' ঘোষণার মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্র নির্মাণের রূপরেখা ছাড়া।”
নাহিদ ইসলাম এ সময় অভিযোগ করেন, 'জুলাই চার্টার'-কে সংবিধানে অন্তর্ভুক্তির বিরোধিতাকারীরা ‘মুজিববাদের নতুন অভিভাবক’ হিসেবে কাজ করছেন এবং তারা মুজিববাদ পুনঃস্থাপনের পথ সুগম করতে চাইছেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, দেশের সীমান্ত রক্ষা ও নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজন হলে রাজশাহী থেকে লংমার্চ শুরু করা হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী সারজিস আলম, দক্ষিণাঞ্চলের প্রধান সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
একে