আন্তর্জাতিক ডেস্ক:
পোল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে তাঁর পরিচয়পত্র হস্তান্তর করেছেন।গত বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে পোল্যান্ড সেনাবাহিনী।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা রাষ্ট্রদূতকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক অঙ্গনে দেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন পোলিশ রাষ্ট্রপতির কাছে। পাশাপাশি তিনি ঢাকা ও ওয়ারশর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, সাংস্কৃতিক বিনিময় ও জনশক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালুর করার বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে অভিহিত করেন।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম পোল্যান্ডের ইতিহাস, সংগ্রাম ও বীরদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অজানা সৈনিকদের সমাধি’-তে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রদূতের এ কার্যক্রম কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে।
একে