চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে পুনরায় চালু হওয়া শহীদ মোজাম্মেল মিলনায়তনে (পরিত্যক্ত অডিটোরিয়াম) মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক “গোস্টস”।
আগামী মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যা ৭টায় শহীদ মোজাম্মেল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।
নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেন রচিত নাটকটি প্রযোজনা করছে "মেঘাগমপ্রিয়", যা একটি নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনা হিসেবে দর্শকদের সামনে উপস্থাপিত হবে।
নাট্যকলা বিভাগের এই পরিবেশনার মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর প্রথমবারের মতো পুনরায় ব্যবহৃত হতে যাচ্ছে শহীদ মোজাম্মেল মিলনায়তন। যা দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মিলনায়তনের সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।সংস্কার-পূর্ব পর্যায়ে এর কার্যকারিতা প্রমাণের লক্ষ্যে “Trinity Beat'25: আবদ্ধতার অন্তরালে " শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করছে "মেঘাগমপ্রিয়।
অনুষ্ঠানে আরও থাকছে— Art Exhibition: “Canvas of Emotion” সময়: ৩.০০ - ৭.০০ PM. Cosplay: “Alter-Egos Unleashed”সময়: ৫.০০ - ৭.০০ PM. Unplugged Music: “Open Jams & Echoes” সময়: ৫.৩০ - ৬.৪৫ PM
অনুষ্ঠান সফল করতে সবার উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নাট্যকলা বিভাগ।
এমআই