আলী আজীম, মোংলা (বাগেরহাট):
বন্দর ও পর্যটন নগরী মোংলা রেলস্টেশন থেকে “মোংলা-ঢাকা” এবং “ঢাকা-মোংলা” দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় পৌরসভা চত্বরে ‘আমরা মোংলাবাসী’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ।
বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. জুলফিকার আলী, মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাবিব মাস্টার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, পর্যটন ব্যবসায়ী মো. আনিসুর রহমান, সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মো. এমদাদুল হাওলাদার, মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মোংলা সমুদ্রবন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবনঘেঁষা অঞ্চল হওয়ায় এটি জাতীয়ভাবে ক্রমাগত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অথচ ঢাকা-মোংলার মধ্যে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ নেই। এমন একটি সংযোগ এই অঞ্চলের অর্থনীতি, পর্যটন ও মানুষের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাবেক মেয়র জুলফিকার আলী বলেন, আন্তঃনগর ট্রেন চালু হলে বন্দরনির্ভর ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।
এমদাদুল হাওলাদার বলেন, এই রেলপথ চালু হলে সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে বড় ধরণের অগ্রগতি ঘটবে।
পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, এই রেল সংযোগ আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথকে আরও শক্তিশালী করবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
একে