নিজস্ব প্রতিবেদক:
টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে নেমে এসেছে দুর্ভোগ। বুধবার (৯ জুলাই) সকাল থেকে থেমে থেমে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা, যানজট ও রাস্তায় পানি জমে তৈরি হয়েছে অচলাবস্থা।
বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ এবং স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। অনেকেই সকালে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। কেউ কেউ বাধ্য হয়ে বাসায়ই থেকে গেছেন। দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম দুর্দশায়।
ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগসহ বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের আশঙ্কা, বৃষ্টি এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালকরা। রাস্তায় যাত্রী নেই, ভাড়া মেলে না, আয়ের পথ বন্ধ। মালিবাগ এলাকায় দোকানের ছাউনির নিচে রিকশা ফেলে আশ্রয় নিয়েছেন কয়েকজন চালক।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এমআই