বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কমলাপুর কাস্টম হাউস আইসিডি পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

বুধবার, জুলাই ৯, ২০২৫
কমলাপুর কাস্টম হাউস আইসিডি পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

কমলাপুর কাস্টম হাউস আইসিডি, কমলাপুর পরিদর্শন করেছেন সচিব ,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো: আবদুর রহমান খান। পরিদর্শনকালে তিনি কাস্টম হাউস আইসিডি, কমলাপুরের কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম, রপ্তানি কার্যক্রম  এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অ্যাসেসমেন্ট রুমে বিভিন্ন শুল্কায়ন গ্রুপের কর্মকর্তা/ কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনে কোন সীমাবদ্ধতা আছে কীনা সে বিষয়ে জানতে চান। এ সময় তিনি ইন্টারনেট সার্ভার সমস্যার দ্রুত সমাধান করতে কাস্টমসের আইটি বিভাগকে নির্দেশনা প্রদান করেন।  

৮ জুলাই (মঙ্গলবার) কাস্টম হাউস আইসিডি, কমলাপুর পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাস্টম হাউস আইসিডি, কমলাপুর’র কর্মকর্তা/কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। 

সভায় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যেমন ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। তিনি কাস্টম হাউস আইসিডি, কমলাপুরের কনটেইনার পরিবহন সংক্রান্ত অপর্যাপ্ত কার্গো ট্রেনের সমস্যা সম্পর্কে অবহিত হন। সিএন্ডএফ লাইসেন্সিং বিধিমালা আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে তিনি অনলাইনভিত্তিক ট্যাক্স প্রদান কার্যক্রম এ-চালানের মাধ্যমে জমা দেয়ার প্রক্রিয়া উদ্বোধন করেন। উল্লেখ্য, কাস্টমস এর Asycuda World সিস্টেমের সাথে এ-চালান সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক একাউন্ট হতে সরাসরি সরকারি ট্রেজারিতে কাস্টমস ডিউটি-ট্যাক্স জমা দেয়ার সূচনা করার জন্য গত ২৩/০৪/২০২৫ খ্রি. তারিখে কাস্টম হাউস আইসিডি কমলাপুরে প্রথম পাইলটিং শুরু হয়। সর্বশেষ জুন মাসের ৮৩% রাজস্ব আদায় এ-চালানের মাধ্যমে আদায়ের মাধ্যমে সফলভাবে পাইলটিং  শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাস্টম হাউস, আইসিডি, কমলাপুর এ অনলাইনভিত্তিক এ-চালানের মাধ্যমে কাস্টমস ডিউটি-ট্যাক্স প্রদান কার্যক্রম চালানের উদ্ধোধন ঘোষণা করেন। তিনি বলেন, কাস্টমস হাউসসমূহ ট্রেড ফ্যাসিলিটেশন এ কেন্দ্র-বিন্দু। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় পণ্য দ্রুত খালাসকরণের মাধ্যমে ব্যবসায়িদের বাণিজ্য সহজীকরণের বিষয়ে তিনি নির্দেশনা প্রদান করেন। 

তিনি আশ্বস্ত করেন, যে সকল কর্মকর্তা/কর্মচারী সততা-দক্ষতা ও সচেষ্টতার সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন তাদের কোন ভয় নেই। একইসাথে দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার বিশেষকরে আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টম হাউস আইসিডি নিরবিচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। কাস্টম হাউস আইসিডি, কমলাপুরের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল