তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন,“ আমরা এমন একটা সময় এখন রাজনীতিতে করতে আসছি যখন একেকটা ফোন একেকটা মিডিয়া। গত দুতিনদিন আগে আমরা মিডিয়াকে চ্যালেঞ্জ করেছি না? এদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদের ১২ হাজার টাকার একেকটা মোবাইলের সামনে এরা দাড়াতে পারেনি। ওরা আজকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিছে। কারণ আমরা একেকটা মানুষ একেকটা মিডিয়া। আমরা একেকটা মানুষ একেকটা সাংবাদিক। আমরা একেকটা মানুষ একেকটা প্রশ্নকর্তা”।
বুধবার (৯ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের মতপার্থক্যকে আমরা এন্টারটেইন করব। আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের সমাজে একসেস থাকবে না শুধুমাত্র ফ্যাসিবাদের, যারা আমাদের মতপ্রকাশের স্বাধীনতা কে রুদ্ধ করতে চায় তাদের। নিকাব পরার স্বাধীনতাও থাকবে, না পরার স্বাধীনতাও থাকবে।”
তিনি আরও বলেন, “ আমরা জানি আমরা আপনাদের প্রশ্নের উর্দ্ধে উঠতে পারব না। আমি ২জনের চোখ ফাঁকি দিতে পারব, ১০জনের চোখ ফাঁকি দিতে পারব কিন্তু আপনাদের ১০০ জনের ২০০টি চোখ ফাঁকি দিতে পারব নাহ।
আমরা বলেছিলাম, রাজনীতিবীদদের জন্য আমরা রাজনীতি কঠিন করে দিব এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমরা জুলাই সনদের জন্য আবার ৩ই আগষ্ট শহিদ মিনারে মিলিত হব। এবং জুলাই সনদ না দেওয়া হলে সেদিন আমাদের পেছনে ফেরার আর কোনো উপায় থাকবেনা। আমরা ড. ইউনুস কে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না, এটা আমাদের পরবর্তী তে বাচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের তফসিল, তাই জুলাই সনদ দিতেই হবে।”
এসময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মণ্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ এবং গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মীরা।